লাকসামে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ
সংঘাত ও সহিংসতা নয়, অহিংস শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের অধীনে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে ৭ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং কো- অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন্নাহার নুপুর, নুরে আলম মানিক, সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, মীর আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, আওরঙ্গজেব খান রুবেল, মোঃ আহসান হাবিব, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, নাজনীন আক্তার নীপা, ইউনুস মিয়া, মামুনুর রশিদ, ইয়ুথ গ্রুপের কো-অর্ডিনেটর নুরুন্নবী মহসিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলি ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম প্রমূখ।

সভার শুরুতে ইয়ুথ গ্রুপের কো-অর্ডিনেটর নুরুন্নবী মহসিনের প্রয়াত পিতার আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়৷ পরে আন্তঃ ধর্মীয় সংলাপ, পিস ইভেন্ট, ইয়ুথ গ্রুপের প্রশিক্ষণ, পিএফজিতে রাজনৈতিক অনারী সদস্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়৷

সভার শেষ পর্যায়ে পিএফজি এর উদ্যোগে আগামী ২২ অক্টোবর আন্তঃ ধর্মীয় সংলাপ ও ২ নভেম্বর পিস ইভেন্ট সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য আরিফুর রহমান স্বপন, রতন লাল সাহা, তাসলিমা আক্তার, শহিদুল ইসলামসহ পিএফজি লাকসাম ইউনিটের অন্যান্যরা৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.