শাল্লায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাল্লা থানার নবাগত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজিব হাওলাদার, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, উপজেলা জামে মসজিদের ইমাম আবুল খায়ের, মামুদনগর (উকিল বাড়ি) দুর্গাপূজা মণ্ডপের সভাপতি সুবোধ চন্দ্র দাস, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত কুমার দাস, ডুমরা রামকৃষ্ণ মিশন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক হিরন্ময় চৌধুরী, সংবাদকর্মী আমির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা শাল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে। উপজেলা প্রশাসনেরও সতর্ক দৃষ্টি থাকবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এবছর উপজেলায় ২৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছর পূজামণ্ডপে সংখ্যা ছিলো ৩২টি। এবছর কমেছে ৭টি পূজা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.