বীর মুক্তিযোদ্ধা লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন বেঙ্গলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত সনিবার (১০ জুলাই) গনমাধ্যমে প্ররিত শোকবার্তায় মির্জা ফখরুল আবেগআপ্লুত হয়ে বলেন, ‘৭১ এর রনাঙ্গনে মরহুম লোকমান হোসেন বেঙ্গলের বীরত্বপূর্ণ ভুমিকা দেশবাসীর নিকট চিরঅম্লান হয়ে থাকবে। বিএনপির নীতি ও আদর্শ এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদে গভীর ভাবে বিশ্বাসী ছিলেন মরহুম লোকমান হোসেন বেঙ্গল। একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে তিনি লাকসাম উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রান ছিলেন। দলের প্রতি তাঁর দায়িত্ববোধ ও ভুমিকার জন্য তিনি লাকসাম উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
রনাঙ্গনে সম্মুখভাগের বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে তাঁর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে শোকে ম্রীয়মান শোকসন্তপ্ত পরিবারেরর সদস্যবর্গ, আত্বীয়স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল। মরহুমের জন্য জান্নাত কামনা করে শোকে বিহব্বল পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করার জন্য সর্বশক্তিমান আল্লাহর নিকট ফরিয়াদ করেন বিএনপি মহাসচিব। উল্লেখ্য কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গল গত বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ঃ৫৫ মিনিটে লাকসাম জংশনের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরে তিন দফা জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির গর্বিত সন্তানের মৃত্যুতে লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা সন্তান কমান্ডের পক্ষে যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, মনোহর আলী তোতা, বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ জাহিদ হাসান রিপন, কাউছার আহমেদ, এটিএম নুরুল হুদা রাজু, মোজাম্মেল হক আলম, একরামুল হক মুন্না, শাহাদাত হোসেন সুজন গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাযায় লাকসাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা সহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ওইদিন বেলা ১২ ঘটিকায় বৃষ্টিবিঘ্নিত কারনে দুই দফায় নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গলকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
রনাঙ্গনের বীর এই মুক্তিযোদ্ধা লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন বেঙ্গলের মৃত্যুতে বিএনপি নেতাদের মধ্যে গভীর শোক ও সমবেদনা জানান, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবয়ক আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক যথাক্রমে হাজী মো. নুর হোসেন, হাজী মো. ইব্রাহিম খলিল, কাজী আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক যথাক্রমে সাংবাদিক মনির আহমেদ, আহসান উল্লাহ, আবদুল হক, বিএনপি নেতা তাজুল ইসলাম। উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান দুলাল, পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিকী মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম গাদ্দাফী, সাইফুল ইসলাম (বাকই), পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম, আফজল হোসেন, রুহুল আমিন, সফিকুর রহমান বাদল, সফিউল আলম, মাহমুদুর রহমান সোহেল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেসবাউল ইসলাম ফয়সাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সোহেল আরমান, মাঈন উদ্দিন রুবেল, জাহিদ হোসেন রিপন। ছাত্রদল নেতা বায়েজিদ মির্জা, ইয়াছিন ফাহাদ, এএম খসরু, আলী হোসেন, কাজী আজগর, শাখাওয়াত হোসেন।
ওইদিন (বৃহস্পতিবার) বিকেলে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গলকে তার পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামে তৃতীয় দফা জানাযা শেষে তাকে পুনরায় রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দাপন কাজ সম্পাদন করা হয়। ওই জানাযায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গলের কর্মময় জীবনের উপর ভার্চুয়ালই আবেগআপ্লুত বক্তব্য রাখেন।