দুয়ারে দুয়ারে

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সাহিত্য স্বাস্থ্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

মৃত্যু এখন দুয়ারে দাঁড়িয়ে
নাড়িতেছে কড়া।
ওরে তোরা বাহির হইসনে
জম রহিয়াছে খাড়া।

আল্লহকে স্বরণ করিবে সদা
ক্ষমা চাহি বার বার।
পাঁচ ওয়াক্ত সালাত সারিয়ে
নফলের করি তাবেদার।

আল্লাহ চাহিলে বাঁচাতে পারে
কাহারো যে সাধ্য নাই।
কল্যানের চেষ্টা নিজে করবো
দূর হয় যেন বালাই।

দুনিয়ার মুসলিমকে মাপ কর
ক্ষমা করো দয়াতে।
তোমার দয়া বিনে বিপর্যয়ের
আর সারাবে কে

ঘরে ঘরে আজ আমরা সংকিত
দেশ ব্যপী করোনা।
সচেতনও এক আল্লাহর রহমত
আরগ্যের নমুনা।

সকল ভয় এক আল্লাহর প্রতি
আল্লাই সাফার মালিক।
সচেতন হলে, সারাই বাঁছিবো
বাঁকি আমলের দিক।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.