বগুড়া শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি মজনু

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একযোগে ৬ মাসের অধিক শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
১ জুন ২০২৪ রোজ শনিবার সকালে বগুড়া শেরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর ধুনট আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন সব শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়াতে হবে তাহলেই রোগ প্রতিরোধ হবে। এসময় শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এছাড়াও রাতকানা রোগ, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে ভিটামিন এ। তিনি আরও বলেন, ৬-৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকেই তাদের শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়াতে হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.