বীরগঞ্জে সম্প্রতি মেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষাবৃত্তিক ও বাইসাইকেল বিতরণ

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাঙ্গনে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএও) এর আয়োজনে অহিংসা প্রকল্প, মানব কল্যাণ পরিষদ এর সহযোগিতায় ১৬৭ জনকে শিক্ষাবৃত্তির চেক ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮-মে-২০২৪) সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া (জাকা) নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ ( ভুমি) সহকারী কমিশনার, রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ, মজিবুর রহমান, বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস, মোঃ তরিকুল ইসলাম বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিবেদিতা দাস,

প্রাইমারি ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মাধ্যমিক ৪৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ৭০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লক্ষ ০৯ হাজার টাকার বৃত্তির চেক ও ১৮ জন শিক্ষার্থীর মাঝে ১৮টি বাইসাইকেল বিতরণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় এ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.