চট্রগ্রাম জয় করে ৭টি মেডেলে নিয়ে এলো লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন

আরো কুমিল্লা চট্টগ্রাম বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

“সুস্বাস্থ্যের জন্য মার্শাল আর্ট, মেধা বিকাশে মার্শাল আর্ট ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গেলো ১০ মে ২০২৪ ইং তারিখে চট্রগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ২য় সিহান কাপ ওপেন কারাতে চ্যাম্পিয়নে অংশগ্রহণ করেন লাকসাম সিতোরিউ কারাতে দোন এসোসিয়েশন।

দিনব্যাপী এই কারাতে প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে এবং কুমিল্লা জেলায় একমাত্র লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন থেকে ৮জন প্রতিযোগি কাতা ও কুমিতে তে অংশগ্রহণ করে গোল্ড, রৌপ্য ও ব্রোঞ্জ সহ মোট ৭টি মেডেল অর্জন করে ঘরে ফিরে লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন।

এইদিকে আজ শুক্রবার (১৭ মে) বিকালে চ্যাম্পিয়নদের সংবর্ধনার আয়োজন ও মিষ্টি বিতরণ করা হয়।

সংবর্ধনা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান হিরনের সভাপতি উপস্থিত ছিলেন লাকসাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুর রহিম।

লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন এর প্রশিক্ষক হারুন অর রশিদ সুমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভি কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি এম এ কাদের অপু।

এসময় আরও উপস্থিত ছিলেন, খন্দকার সুমন, খালেদ বিন সাফা, নজরুল ইসলাম, লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন এর সহকারী প্রশিক্ষক মাজহারুল ইসলাম (হাসান) এবং সহকারী প্রশিক্ষক গৌতম দেবনাথ সহ আগত অতিথি ও অভিভাবক বৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.