নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

আবহাওয়া আরো ঢাকা পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী, যাত্রী, ছাত্র, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার(২৮ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এর যৌথ নেত্বত্বে নাগরপুর বাজারে আগত যাত্রী, পথচারী, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে ৪৫ বছরের এক পথচারী বলেন- প্রচন্ড রোদে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি, এসময় ছাত্রদলের নেতা কর্মীরা পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন।

সুপেয় পানি ও স্যালাইন বিতরণের বিষয়ে উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো: শহিদুর রহমান মনির গণমাধ্যমকর্মীদের জানান- তীব্র গরমে পথচারী, শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতে আমরা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ৪০০ শত সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি।

এই সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দফতর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সহ নাগরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.