অনলাইন ডেস্কঃ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এজন্য তার সব টাকা তাকে বাড়িতে রাখতে হয় এবং তাকে নগদ টাকায় লেনদেন করতে হয়।
শুক্রবার রাতে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারি লাম এ কথা জানান। খবর বিবিসির
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার কারণে ক্যারি লাম কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না।
হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন জারির জেরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় বেইজিং সমর্থিত হংকং প্রশাসনের প্রধান ক্যারি লামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ফলে তারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না।