সরকারি শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের পহেলা ফাল্গুন

আরো ঢাকা বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সরকারী শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহেলা ফাল্গুন বরণ করেছে।

অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় ও তার সভাপতিত্বে আজ ১৫ ই ফেব্রুয়ারি’২৪ বৃহস্পতিবার সকাল ১০টা সময় অনুষ্ঠিত এই উৎসবমুখর পরিবেশে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু সাঈদ সিদ্দিকী ও দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী তাওহিদা ইসলাম স্বপ্নীল এবং আদিবা হুমায়রার সঞ্চালনায় শিক্ষার্থীরা ফুল দিয়ে ফাল্গুনের অপরূপ সাজে সেজেছিল।

অনুষ্ঠানে বসন্তের সাজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া, মিথিলা এবং দ্বাদশ শ্রেনীর স্বপ্নীল।

বিচারকদের ভূমিকায় ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জাফরীন শহিদ, বাংলা বিভাগের প্রভাষক শায়লা সুলতানা এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সায়মা ইসলাম। এসময় ব্যান্ডের গান গেয়ে সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান জাকিয়া হোসেন প্রসংশিত হন। পরে ২০টি পুরস্কারের র‌্যাফ্রেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দোলন চাঁপা দোলা এবং কমিটির সদস্যবৃন্দের কঠোর পরিশ্রমে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান তার সমাপনী ভাষণে সকলকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন, সাবেক অধ্যক্ষ মারুফুজ্জামান, পৌরনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা আক্তার প্রমুখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.