নবীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড

আইন-অপরাধ পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : কঠোর লকডাউনের ২য় দিন শুক্রবার (২ জুলাই) নবীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত ছিল। দিনব্যাপি নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার ১২ টি বাজারে অভিযান চালিয়ে ১৩ টি মামলায় ৬ হাজার ৫ শত টাকা অর্থদন্ড আদায় করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ শুক্রবার সকাল থেকেই তৎপর ছিল। নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে নবীগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায় নবীগঞ্জ থানা পুলিশকে। নির্দেশনা না মানায় বেশ কয়েকটি টমটম, মিশুক গাড়ি আটক করে থানায় নেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ উপজেলার ১২ টি বাজারে অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ১৩ টি মামলায় ৬ হাজার ৫ শত টাকা অর্থদন্ড আদায় করেন এবং সবাইকে লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থবিধি মেনে চলতে আহবান করেন৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.