বামনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপিকে সংবর্ধনা প্রদান

আরো বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মাননীয় সংসদ সদস্য ১১০ বরগুনা -২ ( বামনা, পাথরঘাটা, বেতাগী) জনাবা সুলতানা নাদিরা’ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার ২৮ জানুয়ারি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংসদ সদস্য সুলতানা নাদিরা, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ২ দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেখ রাসেল শিশু কিশোর মুক্তাঙ্গন ভিত্তি প্রস্তর স্থাপন।

প্রখ্যাত কথা সাহিত্যক, বাংলা একাডেমির চেয়ারম্যান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের গভনিং বডি সভাপতি ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ড. সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১০ বরগুনা -২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বরগুনা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ছগির চৌধুরী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজর প্রতিষ্ঠাতা ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল হক খান প্রমূখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.