বামনায় মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আরো বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া হোসাইন মহারাজের অর্থায়নে, এসএসসি (২০২৪) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক মেধাবী ও অসচ্ছল ২২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুর ১২ টায় বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডঃ আমির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মল্লিক এর সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আপ্তাব হোসেন রাশেদ মোল্লা, স্কুলের প্রধান শিক্ষক বাবু অঞ্জন কুমার চ্যাটার্জী, জনাব মিলন মোল্লা, বাদল মোল্লা সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

এ সময় সমাজসেবক জাকারিয়া হোসেন মহারাজ বলেন, মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নে আমি সব সময় সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আরো বলেন, আমার ইচ্ছা আছে একটি ফাউন্ডেশন গড়ে তুলে সেই ফাউন্ডেশন থেকে প্রতি বছর মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য বৃত্তির ব্যবস্থা করবো।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.