নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তির হিস্যা চাওয়ায় একটি নিরীহ পরিবারের সদস্যদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামে।
মামলার শিকার পরিবারটি ডিবি পুলিশসহ অন্যান্য বাহিনীর হাতে গ্রেফতার, হয়রানিসহ নানা আতংকে দিন কাটাচ্ছেন। সরেজমিনে গেলে ইউসুফ, ইস্রাফিল ছাড়াও ঐ গ্রামের জসিম উদ্দিন, হুমায়ুন কবির, মাহবুবুল হক ভূইয়া, আবু তাহেরসহ অনেকেই ঘটনার বৃত্তান্ত জানান।
তারা জানান, ঐ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কুয়েত প্রবাসী রাশেদ খান মিলন এবং মৃত নুরুল আলমের ছেলে মোঃ ইসরাফিল ও আবু ইউসুফ পরস্পর চাচাত ভাই। দীর্ঘদিন পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি না হওয়ায় প্রবাসী মিলনসহ অপরাপর শরিকদেরকে মীমাংসার জন্য বলেন ইউসুফ-ইসরাফিলরা। সামাজিকভাবেও বিষয়টি মীমাংসার জন্য সর্দার-মাতবরদের দ্বারস্থ হন তারা। কিন্তু প্রবাসী ও তার পরিবারের সদস্যদের অসহযোগিতার কারণে সম্পত্তি ভাগাভাগির বিষয়টি ঝুলে যায়। এতে চলাচলের রাস্তাঘাট, বসতঘর নির্মাণসহ নানা ভোগান্তির সৃষ্টি হয়। উপায়ান্তর না দেখে ইউসুফ মিয়া গত ১৩ আগস্ট মোকাম কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৩য় আদালতে এজমালী সম্পত্তি বন্টনের মামলা করেন। এতে প্রবাসী মিলন ও তার পরিবার সহযোগিতা না করে উল্টো মিথ্যা অভিযোগ এনে ইউসুফ-ইস্রাফিলসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে আদালতে মামলা করেন। এছাড়াও তাদের গ্রেফতার করার জন্যও বিভিন্ন ভাবে তদবির চালাচ্ছেন বলে অভিযোগ ওই প্রবাসী বিরুদ্ধে৷ লোকজন কয়েকদফায় নিরীহ পরিবারের নারী ও পুরুষ সদস্যসহ বেড়াতে আসা আত্মীয়দের মারধর করে। হয়রানিমূলক এ মামলা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়া পরিবারটি শারীরিক আক্রমনেরও শিকা র হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
এ বিষয়ে জানতে প্রবাসী রাশেদ খান মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।