৭১’র মুক্তিযুদ্ধে যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল এবারও তারা পরাজিত হবে ..মেনন

আরো করোনা আপডেট বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধিন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন,৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধীতা করে যারা সপ্তম নৌ-বহর পাঠিয়ে পরাজিত হয়েছিল এবার নির্বাচনের এ নতুন যুদ্ধেও তারা পরাজিত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে ৭ জানুয়ারী ভোটাররা উন্নয়ন-অগ্রযাত্রা ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তির অগ্নিসন্ত্রাস ও অসহযোগের জবাব দেবেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইলুহার ও উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক ,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ওয়ার্কার্সপার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক নজরুল হক নিলু প্রমুখ। ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উঠান বৈঠকে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ফিরোজ,সহ-দপ্তর সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম মহিম,সহ-প্রচার সম্পাদক ইমরান আহম্মেদ সুজন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওসমান গণি, সদস্য সৈয়দ শামসুর রহমান কিসমৎ, ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান এসএম কালাম, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.মনোয়ার হোসেন,ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নয়নগীর হোসেন, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মাষ্টার,সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ প্রমুখ। এদিকে এর আগে বৃহস্পতিবার দিনভর বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার, উত্তরপাড় বাজার ও বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি খেয়াঘাট ও বাইশারী বাজারে গণসংযোগ করে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে হ্যান্ডবিল বিতরণ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.