পঞ্চগড়ে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরো করোনা আপডেট রংপুর সারাদেশ
শেয়ার করুন...

পঞ্চগড় চিনি কলমাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।
এ সময়ে চিনি কলমাঠে উপস্থিত ছিলেন মাননীয় রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও এবারের নৌকা মার্কার মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় চিনি কল মাঠ গণসমুদ্রে উত্তাল হয়ে উঠেছিল, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তাই সুন্দর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি আশা করি এবারের নির্বাচন মানুষের মনে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবে। আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে সোচ্চার থাকতে হবে কোন কিছুতেই যেন মানুষের জান মালের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আমরা শান্তিতে থাকতে চাই, আশা করি আগামীতে আরো কঠোরভাবে সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। এভাবেই আজ একুশে ডিসেম্বর পাঁচ জেলায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করেন এবং বক্তৃতা রাখেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরো বলেন আমি আশা করি নৌকার পক্ষে জনগণ আগেও ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.