বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

আইন-অপরাধ আরো বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৬৬ ঘন্টা পরে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো নিখোঁজ রয়েছেন লিঙ্কন হালদার (৩৫)। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশগামী ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সুজন হালদার তীরে উঠতে পারলেও দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। গত দুদিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এছাড়া স্বজনরাও ট্রলার নিয়ে মাইকিংসহ নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করেও হদিস পাননি। এদিকে রণজিৎ হালদার রঞ্জনের লাশ উদ্ধারের পরে নদীর তীরে তার স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই পরিবারে চলছে শোকের মাতম। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান,লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *