বানারীপাড়ায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আরো বরিশাল বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০ হাজার টাকা করার দাবি জানান। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক,ওসি মাইনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপজেলা
ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণু,
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এসময় সম্মাননা ক্রেষ্ট,ফুল ও উপহার সামগ্রী দিয়ে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এর আগে সকাল ৮টায় পৌর শহরের ডাকবাংলো মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,পরিষদ,থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,পৌরসভা ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায়
বানারীপাড়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের কুচকাওয়াজ, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.