বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আরো বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্যভূমির স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়মী লীগ এবং পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালণ করা হয়। পরে সেখানে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হক,বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণূ,বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ###


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.