হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
আজ রবিবার ১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রু মুক্ত হয় জামালপুর। জামালপুরে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক,
জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোরে মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর (বীর প্রতীক বার) নেতৃত্বে হাজারও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের ‘জয়বাংলা’ স্লোগানে প্রকম্পিত হয় জামালপুর জেলা শহর। আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।
অনুষ্ঠানে জেলার সকল সম্মানিত মুক্তিযোদ্ধাগণ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।