তারেক রহমানের পক্ষে লাকসামে নিম গাছের চারা রোপন উদ্ভোধন করলেন বিএনপি নেতারা

আবহাওয়া কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মনির আহমেদ লাকসামঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সমগ্র লাকসামে ২৭ জুন নিম গাছের চারা রোপন কার্যক্রম যৌথভাবে উদ্ভোধন করলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান বাদল ও লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবুল হোসেন মিলন। এ সময় স্থানীয় পর্যায়ের শীর্ষ দুই বিএনপি নেতা তাদের বক্তব্যে বলেন, “গাছ যে শুধু অক্সিজেন দেয় তা নয় আমরা সবাই জানি প্রকৃতপক্ষে বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ বিশেষ ভূমিকাও পালন করে থাকে।

অথচ বিভিন্ন কারণে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে,  সরকারও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অজুহাতে গাছ নিধন অব্যাহত রেখেছে। গাছের সার্বিক অবদান মূল্যায়ন করে সবার উচিত বৃক্ষরোপণে উৎসাহিত হওয়া এবং অপরকে উৎসাহিত করা। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উদ্ভুদ্ধ হয়ে নিম গাছের চারা রোপনের মাধ্যমে সমগ্র লাকসাম উপজেলা ও পৌরসভায় বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধনী ঘোষনা করলাম। আমাদের অধীনস্থ লাকসাম উপজেলা ও পৌরসভার সর্বত্র সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড সমুহের বিএনপি ও অঙ্গসংগনের নেতৃবৃন্দ মাসব্যাপী (আগামী জুলাই মাস) এই কর্মসুচী অব্যাহত রাখবেন। 

বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, “মাটির ক্ষয় রোধ ঠেকাতে গাছ বিশেষ ভূমিকা রাখে। গাছ আমাদের জন্য যে বিশেষ ভূমিকা রাখে তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান একটি বিষয় হচ্ছে গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড ্র গ্রহন করে।
গাছের অভাবে অক্সিজেন দিন দিন কমতে থাকলে একসময় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যাবে যা মানব জাতির জন্য খুবই ভয়াবহ বিষয়।

প্রতিবছর যে পরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে সে পরিমাণ বৃক্ষরোপণ করা হচ্ছে না যার ফলে গাছ থেকে পাওয়া বিভিন্ন উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে। গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন হয় যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ” 

লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচীর এই উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী নুর হোসেন, হাজী ইব্রাহিম খলিল, কাজী আব্দুর রশিদ, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক সাংবাদিক মনির আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান দুলাল,  ছাত্রদল নেতা ইয়াছিন ফাহাদ, ইলিয়াছ হোসেন প্রমুখ৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.