২৬জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও২৬জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার৭৪৬জন।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৯জনে দাঁড়ালো।সদর দক্ষিণ ০১জন মনোহরগন্জ ০১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৯জন,আর্দশ সদর০১জন, লাকসাম ০৩জন, চান্দিনা ০৩ জন, ব্রাক্ষণপাড়া ০১জন, মুরাদনগর ০১ জন,মনোহরগন্জ ০১ জন, নাঙ্গলকোট ০৭জন।
আজকের রিপোর্টে সুস্থ্য৫৮জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার ৫৭০জন করোনা রোগী।আজকের সুস্থ্য সিটি কর্পোরেশন১০ জন,নাঙ্গলকোট ২০জন, মুরাদনগর ০৮জন, বুড়িচং ২৮জন।
গতকাল ২৬জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮২হাজার ৬৪৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮১হাজার ৮৮৬জনের। এর মধ্যে ১৩ হাজার ৭৪৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৩
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩।