উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে বাবা সমাবেশ
রবিবার (২৬ নভেম্বর) জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷ উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২০২৩) সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার ৮০ টি স্থানে এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণ নিয়ে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি সহিংসতা রোধ এবং শিশুর সুস্থতা বা মঙ্গলের লক্ষ্যে বাবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউপি সদস্যের বাড়ির উঠোনে এবং হাট-বাজার-মোড়ে অনুষ্ঠিত হয়েছে ৷
বাল্যবিবাহের অবসান, শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধ এবং শিশুর সুস্থ ভবিষ্যতে নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর উপস্থিত জনপ্রতিনিধি এবং জনসাধারণের সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনা করা হয় ৷
বাবা সমাবেশে উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান, শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধ এবং শিশুর মঙ্গলময় জীবন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করেন ৷