নাঙ্গলকোট ধর্ষণ মামলার আসামীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লার নাঙ্গলকোটে শাহাদাৎ হোসেন নামের এক ধর্ষণ মামলার আসামীকে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করার অভিযোগ উঠেছে নবাগত ওসি আ স ম আব্দুন নুরের বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাদাৎকে সাজা দেয়া হয়। সে উপজেলার মৌকরা ইউপির গোমকোট গ্রামের ইয়াকুবের ছেলে।
সূত্রে জানা যায়, জোর পূর্ব ভয় দেখিয়ে ওই গ্রামের এক বাহরাইন প্রবাসির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন শাহাদাৎ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই প্রবাসির স্ত্রী তার পিতার বাড়িতে চলে যায়। পরে সে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে গত শুক্রবার বিকেলে এসআই আতিকুল ইসলাম সঙ্গীয় পোর্স নিয়ে শাহাদাৎকে তার বাড়ি থেকে আটক করে। প্রথমিক ভাবে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন শাহাদাৎ। শনিবার দুপুরে ওসি আব্দুন নুর ইভটিজিং এর দায়ে শাহাদাৎ কে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাদাৎকে সাজা দিয়ে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে ওসি আব্দুন নুর জানান, ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। এটি ইভটিজিং এর ঘটনা।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাস বলেন, তিনি শুনেছে এটি ধর্ষণের ঘটনা না। এটি ইভটিজিং এর ঘটনা। সে জন্য শাহাদাৎ কে সাজা দেয়া হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.