মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ হারুন-অর রশীদ বুধবার ১৫ নভেম্বর দিবাগত রাত অনুমান ৯:৪৫ মিনিটের সময় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নী জেনারেল ছিলেন। তিনি বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে অবিচ্ছিন্ন প্রায় দুই যুগাধিক কাল দায়িত্ব পালন করছিলেন। তিনি সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বামনা কলেজের প্রথম স্বীকৃতি এবং সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার অনুমোদন অর্জিত হয়। বামনা-বদনীখালীর ফেরি সংযোগ স্থাপনে তাঁর অবদান একচ্ছত্র।
তিনি অত্যন্ত সদালাপী, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনীতিক ছিলেন। তাঁর স্ত্রী ফাওজিয়া খানম বরগুনা জেলা পরিষদের মহিলা সদস্যা পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি প্রায় শতবর্ষী পিতা, স্ত্রী,দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোন ও স্বজন-প্রিয়জন রেখে গিয়েছেন।
তাঁর স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের সদস্য এবং তাঁর শুভাকাঙ্খী ও স্বজন-প্রিয়জনকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে বিভিন্ন মহল। তাঁর অকাল প্রস্থান বাস্তবিক পক্ষে হৃদয় বিদারক! মাত্র দুই তিনদিন হলো ফেরিঘাট ও ফেরির কাজ সম্পন্ন করে ফেরিও ঘাটে এসে পৌঁছেছে,, কিন্তু চলাচল দেখে যেতে পারলো না, রব্বে কারীম জেনো দয়া করে মাফ করে তার ভাল কাজের বিনিময়ে তাকে জান্নাতের সু উচ্চ মাকাম দান করেন।