ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল বিশ্বরোডে অবরোধ ও হরতালে দূরপাল্লার কোনো যানবাহন নেই

আরো কুমিল্লা চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সংবাদ দাতা:-আব্বাস উদ্দিন
পঞ্চম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে ও বাম দলের হরতালে, ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে যানবাহন চলাচল ছিল খুবই কম।
যেখানে সর্বক্ষণ ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট মুখি এবং সিলেট থেকে ঢাকাগামী ও কুমিল্লা গামী দূরপাল্লার যানবাহনে জ্যাম লেগেই থাকে।

সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় যানবাহন বলতে কিছু অটোরিকশা ও সি এন জি চালিত অটোরিকশা ছাড়া আর কিছুই নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে দু’ একটা মালবাহী ব্যান চলাচল করছিল। আইনশৃঙ্খলা বাহিনী ছিল সার্বক্ষনিক সোচ্চার।
এদিক দিয়ে সরাইল উপজেলা সদরে অবরোধ বা হরতাল আছে বলে বুঝা যয়না।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.