সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালুক শাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট গ্রহন সুসম্পন্ন হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।
সকাল ৯ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩ টায় ভোট গ্রহন শেষ হয়। নির্বাচনে ৭ জন প্রার্থীর পুরুষ ৪ জন ও ৩ জন মহিলা প্রার্থী ছিলেন। এর মধ্যে দীনবন্ধু রায় মিঠু আনারস প্রতীকে ৬৫ ভোট পেয়ে প্রথম এবং কাজল হোসেন ৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরে আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৫০ ভোট, সুশান্ত রায় পেয়েছেন ৪৩ ভোট।
মহিলা প্রার্থীর মধ্যে শামিমা বেগম নলকুপ প্রতীকে ৬৮ ভোট পেয়ে প্রথম, পাপরী বেগম ৪৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সূর্য মনি রায় তালগাছ প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট।
ম্যানেজিং কমিটির নির্বাচনে জামিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
অভিভাবক সদস্য দীনবন্ধু রায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি বিজয়ী হয়েছি, এতে সকল অভিভাবকদের জয় হয়েছে, আমি বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবো’। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।