রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র ্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে র ্যালী বের করা হয়। র ্যালী শেষে বিদ্যালয় মিলনায়তনে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন, পরিস্কার -পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাত ধোয়ার মধ্য দিয়ে শরীরকে জীবানুমুক্ত ও সুস্থ রাখা যায়। তাই শিশুকাল থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন স্বাগত বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক প্রমুখ।