মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন অদ্য বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলার ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলের স্থান পরিদর্শন করেছেন। আগামী ২১অক্টোবর শনিবার দুপুরে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু। মাহফিলে সভাপতিত্ব করবেন এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে মাহফিল পরিচালনা কমিটিকে নির্দেশনা প্রদান করেন। এসময় ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জিয়ন কুদ্দুস,শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা , পুলিশ পরিদর্শক তদন্ত আজমগীর হোসেন,এস আই হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রধান বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বক্তব্য রাখবেন বলে এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মুন্সী মুনছুরুল হক নায়না জানান। কমিটির অন্যতম সদস্য সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খান ওয়াজ মাহফিল সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।