মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশালীন ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, কোষাধ্যক্ষ আলী হোসেন, হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসাইন, শাহ এস এম ফরিদ, মোঃ দোলন মিয়া, আশরাফুল আলম প্রমূখ
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া গত বুধবার বাড়ী জগন্নাথপুর গ্রামে অবস্থিত আছিম শাহ (রঃ) এর মাজারের বাৎসরিক ওরসে’ গাঁজার গন্ধ ও জুয়ার আসর, গান বাজনা তো আছেই’ বলে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন।
আমরা কোন অলি আউলিয়ার বিপক্ষে নই উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, উক্ত পোস্টকে কেন্দ্র করে মাজারের অতি উৎসাহিত কিছু লোক বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে এবং জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়াকে জড়িয়ে আপত্তিকর পোস্ট সহ মিথ্যা তথ্যের মাধ্যমে ফেইসবুকে নানা ভাবে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা অত্যান্ত মানহানিকর ও স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি স্বরূপ।
সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া
দীর্ঘ দিন ধরে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতার মত মহান পেশার সাথে জড়িত রয়েছেন।
সামাজিকভাবেও এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।
তাকে সামাজিকভাবে হেয় করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অশালীন পোস্ট দেয়া হয়েছে বলে আমরা মনে করছি।
নেতৃবৃন্দ এমন অশালীন পোস্ট পরিহার করে ফেইসবুকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যতায় কঠোর আন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দেওয়া হবে।