তিতপল্লা বালুয়াটায় যুবকের কান কেটে নেয়ার অভিযোগ

আইন-অপরাধ আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা গ্রামে পূর্বশত্রুতার জেরধরে রবিন (২২) নামে এক যুবকের বাম কান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ একই এলাকার জামিনুর ইসলাম (২০) এর বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানাগেছে। ঘটনাটি শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার বালুয়াটা গ্রামে ঘটেছে। রবিনের বড়ভাই সাদ্দাম হোসেন বলেন,আমার ছোট ভাই রবিন মিয়া শুক্রবার বিকেলে এলাকার একটি ধান ভাঙ্গানোর মিল থেকে ধান ভাঙ্গা কাজ শেষে বাই সাইকেল যোগে বাড়িতে আসার পথে বাবুর বাড়ির সামনে রবিনকে পথরোধ করে বাবুর ছেলে জামিনুর ইসলাম, জাকিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। সঙ্গে তাদের বাবা বাবুও ছিল। পরে রবিনকে তার বুকের উপর চঙ্গ দিয়ে চাপ দেয়। পরে জামিনুর ইসলাম,রবিনের বাম কানের পুরোটাই পাটকাটা বাকি দিয়ে কেটে নেয়। পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ওইদিনই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এ ব্যাপারে রবিনের পরিবার ও এলাকাবাসি জানায়, এক বছর আগে বালুয়াটা গ্রামের বাবু মিয়ার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে শরিকীয় আব্দুল মালেকের পুত্রবধুর বাচ্চাকে নিয়ে সংঘর্ষ হয়ে মামলা মোকদ্দমা হয়েছিল।এর জেরধরেই শুক্রবারের ঘটনা ঘটেছে। তারা আরও বলেন,ওই ঘটনায় বাবুর ছেলে জামিনুর ইসলামকে রবিনরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নেয়। পরে এ নিয়ে দেনদরবারে রবিনের বাবা আব্দুল মালেকর জরিমানা গুনতে হয় দুই লক্ষ ষাট হাজার টাকা।
ব্যাপার জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ,তিনি ঘটনাটি শুনেছেন তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি বলে জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.