তানোরে আলোচিত ডাম্ফুর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের আলোচিত মোস্তফা কামাল ওরফে ডাম্ফুর বিরুদ্ধে এবার হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাদি হয়ে মোস্তফা কামাল ওরফে ডাম্ফুকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে একের পর এক নানা ঘটনার জন্ম দিয়েও ডাম্ফু ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে চরম অসন্তোষ বইছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার দুবইল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে ডাম্ফুর আখখেত।গত ৬ অক্টোবর শুক্রবার চারতলা ভবনের ছাদ ঢালায় হবার কথা। এজন্য ভবনে বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য সুমন আলীকে (৩৮) টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব দেয়া হয়। ডাম্ফু তার জমির আখ চুরি করে খাবার অভিযোগ এনে টেকনিশিয়ান সুমনকে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ডাম্ফু ও জানিফ টেকনিশিয়ান সুমন আলীকে ফিল্মি-স্টাইলে তুলে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় ১২ হাজার টাকাসহ সুমনের মানি ব্যাগ ছিনতাই ও একটি এন্ড্রুয়েট মোবাইল ফোন ভাঙচুর করেছে।এখবর পেয়ে স্কুলের শিক্ষকেরা মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার ও উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, গত ২৮ আগষ্ট সোমবার দুবইল গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মোস্তফা কামাল ওরফে ডাম্ফু কবরস্থানে বনবিভাগের রোপিত বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি তাজা গাছ কেটে আত্মসাৎ করেছেন। তারা বলেন, এর আগেও এক পান ব্যবসায়ী হত্যা মামলায় ডাম্ফুকে প্রধান আসামি করা হয়েছিল। এছাড়াও তার চারটি অবৈধ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এমনকি তানোর পালপাড়ায তাকে নিয়ে একটা বিলাসী মুখরুচোক গুঞ্জন রয়েছে। তারা আরো বলেন, ডাম্ফুর দৌরাত্ম্যে পুরো গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল ডাম্ফু
সব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কেউ তার সামনে এসে কোনো অভিযোগ করতে পারবে না। তিনি বলেন, আখ চুরির ঘটনায় টেকনিশিয়ান সুমন আলীকে মৃদু মারপিট করা হয়েছে, সেটা নিয়ে শুক্রবার সন্ধ্যায় গ্রামে বসে মিমাংসার কথা আছে। এবিষয়ে দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, তার স্কুলের কাজে কর্মরত
টেকনিশিয়ান সুমন আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট, টাকা ছিনতাই ও মোবাইল ভাঙচুর করা হয়েছে, তিনি থানায় অভিযোগ করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.