আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি: চরমোনাইপীর

আরো রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি, এবারও হবে না। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলার বাগড়া এলাকায় একটি মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ মোকাল্লেম হোসাইন ওসমানী এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্ণীতি ও সন্ত্রাস এবং মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের নিমিত্তে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অর্জিত স্বাধীনতার ৫২ বছর পরও কাংখিত লক্ষ্য হাসিল তো দুরের কথা, বর্তমানে কর্তৃত্ববাদী শাসনের দরুন দেশ আজ এক অরাজক পরিস্থিতির সম্মুখীন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দােলন বগুড়া জেলা উপদেষ্টা মোঃ ইউনুছ আলী, জেলা সভাপতি মাওঃ আ.ন.ম মামুনুর রশিদ, জেলা সেক্রেটারী- প্রভাষক শফিকুল ইসলাম শফিক, জেলা জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মীর মোঃ মাহমুদুর রহমান চুন্নু, শেরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি, ডাঃ মোঃ সোলাইমান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইমরান কামাল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.