বগুড়া শেরপুরে চারতলা ভবন থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ৪তলা ভবন থেকে পড়ে শহর যুবলীগ নেতা তবিবুর রহমান টিপু পোদ্দার (৪০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবলীগ নেতা টিপু পোদ্দার শেরপুর শহরের ২নং ওয়ার্ডের পশ্চিমদত্তপাড়া এলাকার স্বভাবকবি মুহম্মদ আব্দুর রউফের ছেলে এবং শেরপুর শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
টিপুর বড়ভাই শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি জানান, আমার সর্বকনিষ্ট ছোটভাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাসার ৪তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় সে মারা যায়। তার নামাজে জানাযা বুধবার বাদজোহর উলিপুর জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পরে দাফন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.