মোঃ মনোয়ারুল হক, নোয়াখালী থেকে:
গবেষণা ও মূল্যায়ন বিভাগ, বাংলাদেশ স্কাউটস এর সহযোগিতায় এবং নোয়াখালী জেলা স্কাউটস এর উদ্যোগে শনিবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলা স্কাউট কার্যালয়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত।
স্কাউটার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (গবেষণা ও মূল্যায়ন ) মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করেন, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (প্রশিক্ষণ) মোজাম্মেল হোসেন।
বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা স্কাউট সম্পাদক, আহমেদ হোসেন ধনু, নোয়াখালী ও ফেনী জেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক, মাসুম বিল্লাহ।
দিনব্যাপী চলমান গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপটি পরিচালনা করেন,বাংলাদেশ স্কাউটসব,গবেষণা ও মূল্যায়ন বিভাগের সদস্য, আবদুল গফফার সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ স্কাউটার সুরুজ উদ্দিন, এল টি আ ন ম আজিম উদ্দিন, জেলা স্কাউট লিডার মোঃ হারুন অর রশীদ, জেলা কাব লিডার আবদুর রহিম সহ প্রমুখ।
আয়োজিত গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপে নোয়াখালী জেলার ৫০ জন স্কাউটার অংশ গ্রহণ করেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপটি সম্পন্ন করা হয়েছে।