বানারীপাড়ায় সাহিত্য মেলা অনুষ্ঠিত

আরো পরিবেশ বরিশাল সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও বানারীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপ-পরিচালক ড. মো. আহছান উল্লাহ ও চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ বদরুন্নাহার।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বানারীপাড়া নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এতে প্রবন্ধ পাঠ করে বানারীপাড়ার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এস.মিজানুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রাবণের বর্ষণমুখর দিনভর বাহিরে রিমঝিম বৃষ্টি আর উপজেলা পরিষদ মিলনায়তনের ভিতরে অনুষ্ঠিত এ সাহিত্য মেলায় সাহিত্য আড্ডা,কর্মশালা,স্বরচিত কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বানারীপাড়ার সাহিত্যপ্রেমীদের এ মিলন মেলায় ২২জন কবি ও সাহিত্যিককে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.