গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক মোঃ হাশমত আলী। এর আগে গত সোমবার দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক হাসমত আলীর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদসহ ডিবি পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন।
প্রেস রিলিজের বরাত দিয়ে হাসমত আলী বলেন, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এরপর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তৎপরতা বৃদ্ধি করা হয়। জেলা হতে চুরি করা মোটরসাইকেল জেলার বিভিন্নস্থানে কম মূলে বিক্রয় করে আসছিল একটি চক্র। পৌরশহরের দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান এর পরিকল্পনায় তাদের গ্রেপ্তারের জন্য গত সোমবার ভোরের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরশহরের খাস নওগাঁ (চক ইলাম) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম গোলাম রাব্বানী ওরফে লাল চাঁন (৩৫) ও চক মুক্তার এলাকার রাজু মিয়ার ছেলে রবিউল আওয়াল (২৩)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে পার নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসান (২৫)কে গ্রেপ্তার করা হয়। এসময় ধৃত নাহিদ হাসান এর হেফাজতে থাকা আরো দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর সকল আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই চোর চক্রের সত্রিয় সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।