কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামের বাকই দঃ ইউনিয়নের কৈটইশা গ্রামের জব্বার মিয়ার ছেলে মেহেদী (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ৷
জনাজায় নিহত মেহেদী কৈটইশা গ্রামের হতদরিদ্র জব্বার মিয়া ও ফাতেমা বেগমের দুই ছেলের মধ্যে বড় ছেলে৷ পেশায় সে একজন নির্মাণ শ্রমিক৷
বৃহস্পতিবার বিকালে এলাকার লোকজন মাছের বেড়ীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়৷ বাকই দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের কৈটইশা গ্রামের পুরতন বাড়ীর মাছের বেড়ী থেকে হতভাগ্য এই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর সূত্রে জানাযায়, নিহত মেহেদী বিগত দুই দিন যাবত নিখোঁজ ছিলেন৷ সূত্র গুলো আরো জানায়, হতদরিদ্র মেহেদীর কোন শত্রু বা কারো সাথে কোন বিরোধ নেই৷ সে কোন অসামাজিক কাজ জড়িত ছিলো না৷ তাহলে এই মৃত্যুর রহস্য কি তা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷
এ ব্যপারে লাকসাম থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে৷
