মা

আরো পরিবেশ বরিশাল সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

সোহেল সানি

মাগো তোমার দিবসে লিখিব কী
কবিতাখানি,
ভাবিয়া ব্যকুল কবি প্রাণ-
তাহার ভাষা নাহি জানি।

যে- শুরুর ভাষা দিয়াছো
মোর কণ্ঠে তুলিয়া,
সেই ‘মা’ ডাকে ডাকিয়া তোমায়-
অভিবাদনে স্মরিয়া।

মাগো তোমার গর্ভে অন্ধকার ঠেলিয়া
পৃথিবীর আলো দেখিয়াছি,
মোর চক্ষুযুগল খুলিয়া।

মাগো মুখে তুলিয়া দিয়াছো
অ-আ-ই আর আলিফ-লাম-মিম,
মানুষ করিবার তরে খাটিয়াছো-
কত রাত্রি নিশিদিন।

মাগো তোমার ঋণ হইবে না
কখনো মলিন,
তুমি স্বর্গ তোমার চরণে
মোর সকল সুদিন।

মাগো দিবসের মাহেন্দ্রক্ষণে
তোমায় করি বন্দনা,
আলোআঁধারে মিটিমিটি জ্বলি-
আঁখিতে আঁকি স্বপ্নের আলপনা।

মাগো তুমি শেষের ভেতরেও অশেষ
তোমার দুগ্ধপান করিয়া-
উঠিয়াছে বাড়িয়া,
মোর শরীরীখানা বেশ।

এ দিবসে আকুতি সকল মায়ের প্রাণ
পৃথিবীর সকল মায়ের-
সন্তানের তরে যত মান-অভিমান।

মাগো এ দিবসে কামনা মোর
নিষ্পাপ শিশুর মতো,
তোমার বুকে থাকিতে পারি জেনো,
করিয়া মাথা নত।

মাগো এ দিবসে করি প্রার্থনা
স্রষ্টা তোমার সহায় হোন-
দূর করে সকল যাতনা।

তুমি যখন ডাকো মোর নাম ধরিয়া
মুখেতে সুমধুর সুর তুলিয়া-
সে ডাক মোর গাঁথিয়া রহে
সারা অন্তর জুড়িয়া ।

মা দিবসে ফুলে ফুলে রাঙাই
আজিকার দিন,
মা-লক্ষ্মী অন্ধকারের আলো-
পৃথিবীর সকল মায়েরাই যে,
চির অমলিন।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.