মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
রাজধানী ঢাকায় বসবাসরত সেনবাগবাসীদের প্রাণের সংগঠন ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় সেনবাগের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের, আপীল বিভাগের মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়।
৭ এপ্রিল বিকাল ৩টায় রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাল্টিপারপাস হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার মো. আবু তালেব এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।
সাবেক ছাত্রনেতা এড. জাকির হোসেন জুয়েল ও সমিতির সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম ভূইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পিএসসির সাবেক সদস্য- প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার। সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী, তেজগাঁও সরকারি কলেজ এর উপাধ্যক্ষ আনঞ্জুমান আরা, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানজি গ্রুপ এর চেয়ারম্যান – লায়ন জাহাঙ্গীর আলম মানিক, টাইমস গ্রুপ এর চেয়ারম্যান মো: আবুল খায়ের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী- আখতার হোসেন মজুমদার,
ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ও এস.এ টিভির কো-অর্ডিনেটর – হাসান মঞ্জুর।
দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সানজি গ্রুপ ও টাইমস গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক -ড. জামালউদ্দিন আহমেদ, যোগাযোগ মন্ত্রনালয়ের উপসচিব আবু নাছের টিপু, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক- নুর নবী টিপু, টপস্টার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক- সৈয়দ হারুন।
সভা শেষে সংবর্ধিত অতিথি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও প্রধান অতিথি আলহাজ্ব মোরশেদ আলম এমপি কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।