নওগাঁর সাংবাদিক ইখতিয়ার আজাদ অবশেষে খালাস পেলেন

আরো
শেয়ার করুন...

গোলাম রাব্বানী, নওগাঁ
করোনা মহামারিকালীন সময়ে শ্রমজীবী মানুষের দুর্ভোগ নিয়ে নওগাঁর সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। তিনি ধারণা করেন তার এই ভূমিকার কারণে ১২ এপ্রিল ২০২০ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ০ ৩১ ধারায় গুজব ছড়ানোর অভিযোগে মামলা হয় এবং তিনি একই দিনে গ্রেপ্তার হন। ৯ মাস কারাভোগের পর তার জামিন হয় এবং তিনি ১ জানুয়ারি ২০২১ করামুক্ত হন। প্রায় ৩ বছরের আইনি লড়াই শেষে রাজশাহী সাইবার ট্রাইবুনালে তার মামলাটির নিষ্পত্তি হয় এবং ৩১ জানুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার আদালতের বিচরক জিয়াউর রহমান তাকে বেকসুর খালাস দেন। ইখতিয়ার উদ্দিন আজাদ এবং তার আইনজীবীদের-অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট জহুরুল ইসলাম এবং অ্যাডভোকেট মনিরা হক বলেন, মানুষের অধিকার নিয়ে যখন সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদ লেখনিতে জাতিকে আলোর দিশা দেখিয়েছেন। ঠিক তখনি ক্ষমতাশীনদের রোষানলে পড়ে রাষ্টবাদী ষড়যন্ত্রে ফেঁসে যান। আপোষহীন সাংবাদিকতায় তিনি পুরস্কারে ভূষিত হন। অথচ, এক শ্রেণির কতিপয় দুষ্কৃতিকারী মহলের বাধা, চাপ ও হুমকিতেও সত্য লেখা প্রকাশে অটল রয়েছেন। অনিয়ম, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে তার কলম দুর্বার গতিতে চলমান। সাংবাদিকরা আইনের শাসক। বাকস্বাধীনতার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.