আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাই উপজেলায় সারা দেশের ন্যায় দেশব্যাপী এ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শেখ কামাল আন্ত:স্কুল মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার ( ২৪ জানুয়ারি) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পর্যায়ের ভবাণীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতার উদ্বোধন ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় আত্রাই উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১ নং সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম বাবু,ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান, ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক । এছাড়াও ওই সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।#