মাসুদুর রহমান,লাকসামঃ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৫ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা থেকে ১‘শ শয্যায় রুপান্তরিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ২জুন বুধবার দুপুরে হাসপাতালটির বিভিন্ন ভবন নির্মাণ কাজের স্থান পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১‘শ শয্যার নতুন ভবন নির্মাণ কাজের অবস্থান পরিদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ বাচ্চু, মুনছুর আহমেদ মুন্সি প্রমুখ।
২০০৯ সালের ২৬শে ফেব্রুয়ারি ৩১ শয্যা থেকে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন হসপিটালটি জনবলসহ অন্যান্য সুযোগ-সুবিধা না থাকায় অন্তহীন সমস্যায় ভুগতে হয়েছিল। লাকসামবাসীর চিকিৎসার প্রাণ সরকারি হসপিটালটিকে জরাজির্ণ ও চিকিৎসা অবহেলিত অবস্থান থেকে পূণরুদ্ধার করে নান্দনিকভাবে সাজাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রীর একক আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে আইসিও, সিসিও, ডাক্তারদের জন্য কোয়ার্টার তৈরির কার্যক্রম চলছে দ্রুত গতিতে। ৩৫ কোটি টাকা ব্যায়ে সরকারি হাসপাতালের অবকাঠামোগত অভূতপূর্ব এই উন্নয়নে উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।