আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলামের ইন্তেকাল

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জানা যায়, আত্রাইয়ের সর্বস্তরের মানুষর কাছ জনপ্রিয় স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম। তিনি গত ২৬ অক্টোবর হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে গরুতর অসুস্থ হয়ে পরেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৭ নভেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন। তার মত্যুর সংবাদ আত্রাইয়ে পৌছালে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গুলিয়া গ্রামে। মত্যুকালে তিনি স্ত্রী, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
তার মত্যুতে শোক প্রকাশ করে বাণি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার ওসি মো, তারকুর রহমান, উপজলা আওয়ামী লীগের সভাপতি নৃপেদ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম, থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট, আত্রাই সাংবাদিক ফোরামের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক জামিল হোসেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.