জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় গোয়ালন্দ ঘাট থানা চত্ত্বর থেকে র্যালিটি বেড় হয়ে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের চতুর্থ তলায় থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা যুব লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস আলী মোল্লা, উজান চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামু মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো. খোকন শেখ, উপজেলায় কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার কমিউনিটি পুলিশের সদস্য ও জনপ্রতিনিধি প্রমুখ।