আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেছেন, ‘দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কোট করত হবে। মাদকরে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে আত্রাই থানা পুলিশ আয়োজিত মাদক, সস্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি তারেকুর রহমান বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে কোন আপোস নেই। তিনি আরো বলেন, শুধু অভিযান চালিয়ে গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক ও অপরাধ নিয়ন্ত্রন করা সম্ভব নয়। আমাদের যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারাটিয়া মাষ্টার মাইন্ড কলেজের অধ্যক্ষ ডিএস জাহিদর সঞ্চালনায় শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন,সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, তদন্ত (ওসি) মো.লুৎফর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আব্দুল মজিদ মল্লিক, এসআই চাঁদ আলী, এএসআই শাহিন, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন শ্রেণী পেশার মানুষ।