হারুনুর রশিদ শেরপুর
শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবসযথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটিউদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনেপরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণেরমধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এক বর্ণাঢ্যশোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদসভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনণী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদেরসভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলাপরিষদের চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোছা. আম্বিয়া খাতুন, সাধারণসম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইসচেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুররহমান, সহকারি কমিশনার (ভুমি) মো. শিহাবুল আরিফ, নকলাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান প্রমুখ।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতকনেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরাউপস্থিত ছিলেন।পরে সভাকক্ষে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও মাননীয়প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরিসম্প্রচার উপভোগ করেন। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হয়।