বগুড়ার শেরপুরে ১০ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ভেজাল রোধে এবং গুণগত মানের পন্য ক্রয় বিক্রয় করতে সচেতনতার লক্ষ্যে গতকাল ০৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বগুড়া বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের অংশ হিসেবে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট আশিক খানের নের্তৃত্বে পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসময় ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর: মোঃ শাহ আলম পলাশ খান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, বগুড়া, প্রসিকিউটর: মরুময় সরকার, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন, বগুড়া, প্রসিকিউটর: মোঃ শাহানুর হোসেন খান, ফিল্ড অফিসার, বিএসটিআই, বগুড়া টিম।
বিভিন্ন স্থানে অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠান গুলোর নাম হলো (১) রিফা মেডিসিন কর্ণার, বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া
মোঃ রেজাউল করিম (৪৭), পিতা: মৃত আকবর আলী
সাং টাউনকলোনী, শেরপুর, বগুড়া
অর্থদণ্ড : ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা মাত্র।
(২) সিটি ফার্মেসী, বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া
মোঃ মাসুদুর রহমান (৫১), পিতা: মোঃ গোলাম মোকছেদুর রহমান সাং হাটখোলারোড, শেরপুর, বগুড়া
অর্থদণ্ড : ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র।
(৩) মেসার্স হক ফার্মেসী, বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া
মোঃ নাজমুল হক (৩৯), পিতা: মোঃ মোস্তাফিজার রহমান
সাং স্যান্যালপাড়া, শেরপুর, বগুড়া
অর্থদণ্ড : ৩,০০০/- (তিন হাজার) টাকা মাত্র।
(৪) মা মেডিকেল হল, মির্জাপুর বাজার, শেরপুর, বগুড়া
অমিত মালাকার (২৮), পিতা: তাপস মালাকার
সাং স্যান্যালপাড়া, শেরপুর, বগুড়া
অর্থদণ্ড : ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
(৫) মেসার্স মীম ফার্মেসী, মির্জাপুর বাজার, শেরপুর, বগুড়া
আল-ইমরান (৩০), পিতা: মোঃ হারুনুর রশিদ
সাং মির্জাপুর, শেরপুর, বগুড়া
আইন: ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর ৪০(খ) এবং ৪০(ঘ) ধারার অপরাধ
অর্থদণ্ড : ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র।
(৬) সাউদিয়া ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস,বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া, আব্দুল মুকিত (৩৮), পিতা: আব্দুল মোমিন
সাং স্যান্যালপাড়া, শেরপুর, বগুড়া
আইন: বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১)/২৭ ধারার অপরাধ, অর্থদণ্ড : ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র।
(৭) আব্দুল্লাহ দই ও মিষ্টান্ন ভান্ডার, মির্জাপুর বাজার, শেরপুর, বগুড়া।
মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা: মোঃ দুদু সরকার
সাং ভাটরা, শেরপুর, বগুড়া।
আইন: ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারার লংঘনে ৪১ ধারার শাস্তি।
অর্থদণ্ড : ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
(৮) প্রান্ত দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার, ঢাকা বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া। প্রশান্ত ঘোষ (৪৫), পিতা: দেবেন্দ্র চন্দ্র ঘোষ
সাং ঘোষপাড়া, শেরপুর, বগুড়া।
আইন: ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারার লংঘনে ৪১ ধারার শাস্তি।
অর্থদণ্ড : ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
(৯) মুসলিমা দই ঘর প্লাস, ঢাকা বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া
মোঃ মামুনুর রশিদ (৩১), পিতা: মৃত আব্দুল জলিল
সাং চকপাথালিয়া, শেরপুর, বগুড়া।
অর্থদণ্ড : ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র।
(১০) জয় দধি ভান্ডার, ঢাকা বাসস্ট্যান্ড, শেরপুর, বগুড়া
মাধব কুমার ঘোষ (৫০), পিতা: ভূষণ চন্দ্র ঘোষ
সাং ঘোষপাড়া, শেরপুর, বগুড়া।
আইন: ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) ধারার লংঘনে ৪১ ধারার শাস্তি।
অর্থদণ্ড : ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় শেরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.