মাধবপুরে খালের ময়লা পরিষ্কার করলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন

আরো পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃআল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
উপজেলা পরিষদের সামনের এ খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে খালটি ভরাট করে দখল করে ফেলায় খালটিতে কাল পানি ও ময়লা আবর্জনায় দূষিত হয়ে পড়ে। এতে পাশ দিয়ে মানুষের চলাচলের খুবই কষ্ট কর ছিল।

আজ শনিবার (২৭ জানুয়ারী ) হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজে উপস্থিত থেকে মাধবপুর পৌরসভার ৩৯ বছরের জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য কাজ শুরু করেছেন।

ক্লিন মাধবপুর নামের সামাজিক সংগঠনের শত শত কর্মীকে সাথে নিয়ে স্বেচ্ছায় পরিষ্কার কাজের উদ্বোধন করেন।

এর আগের ব্যারিস্টার সাইদুল হক সুমন মাধবপুর উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও ,উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন।
মাধবপুর পৌর মেয়রকে কাল নালা পুনরুদ্ধারের কাজে অংশ নেয়ার জন্য আহ্বান ও জানান তিনি।

নবনিযুক্ত সংসদ সদস্য সুমন জানান,প্রথমে মাধবপুরে কাল- নালা পরিষ্কার করব তারপর সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করবো ইনশাআল্লাহ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.