শেরপুরের নকলায় বিতর্কিত জমিতে পাকা বাড়ি নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

আইন-অপরাধ আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
নকলা পৌরসভার ইশিবপুর মৌজায় আদালতে বিচারাধীন একটি বিতর্কিত জমিতে মামলায় অভিযুক্ত ব্যাক্তি কর্তৃক আদালতের আদেশ তোয়াক্কা না করে রাতের আধারে পাকাভবন নির্মাণ কাজ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাদী পক্ষ। রোববার বিকেলে ইশিবপুর মৌজার বিতর্কিত জমির পার্শে সংবাদ সম্মেলনে বাদী গনের পক্ষে অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মো: আব্দুস ছামাদ। অভিযোগে বলা হয় ইশিবপুর মৌজার বি আর এস ১০০৯,১০১০ও ১০১৯ নম্বর দাগের দশ শতাংশ জমির বৈধ কাগজ পত্র মুলে মালিক গন শেরপুরের সহকারী জজ আদালতে ১৪৫/২০২৩(স্বত্ব দখল) মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মাঝে বিউটি বেগম নামে একজন রাতের আধারে পাকাবড়ী নির্মান করায় বাদীপক্ষ ক্ষতি গ্রস্থ হবেন। সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.